করোনা সংক্রমণের মধ্যেও দেশ জুড়ে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস
৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো বর্ধমান মহিলা থানায়। পতাকা উত্তোলন করেন মহিলা থানার আইসি নন্দিতা মজুমদার, এছাড়া পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত গাইলেন সকলে।
আইসি ম্যাডাম বলেন আজ ৭৪ তম স্বাধীনতা দিবস, এই ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমরা মহিলা থানার সকল পুলিশ কর্মীরা খুব উৎসায়ের সাথে সেলিব্রেট করছি।
করোনা এসছে প্রায় পাঁচ মাস হয়েগেলো ,এখনো পর্যন্ত আমাদের দমন করতে পারেনি তার করন আমরা সকলে সতর্কতা অবলম্বন করে চলেছি।করোনা কে দুরে সরাতে সকলকে মাস্ক ব্যবহারের সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার অবেদন করেন আইসি ম্যাডাম।
৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন বর্ধমান মহিলা থানায়
Posted by সংবাদ একলব্য on Saturday, 15 August 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊