৭০ এর কোঠা পেরিয়ে গেলেও বাড়ি বাড়ি মাছ বিক্রি করে বেড়ান তারাপদ


সংবাদ একলব্য, জলপাইগুড়িঃ


লুপ্তপ্রায় করলার মাছ নিজেই ধরে সংসার চালাতে রাস্তায় রাস্তায় বিক্রি করে আসছেন প্রবীন  মাছ  বিক্রেতা তারাপদ দাস। 

৭০ এর কোঠা পেরিয়ে গেলেও বাড়ি বাড়ি মাছ বিক্রি করে বেড়ান তারাপদ।  একটি পুরনো সাইকেল ,পুরনো ব‍্যাগ ও একটি পুরনো দাড়ি পাল্লা নিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে করলার সুস্বাদু  পুটি,চিংড়ি, পোয়া ইত্যাদি ছোট আকারের মাছ ঘুরে ঘুরে তিনি বিক্রি করেন।

মাছ বিক্রির টাকা দিয়ে চাল ডাল কিনে নিয়ে যান বাড়িতে। বাড়িতে বড় সংসার। পুলিশ লাইন এলাকায় তার বাড়ি। সকাল থেকে দুপুর পর্যন্ত এভাবেই ভাঙা সাইকেল নিয়ে ঘুরে ঘুরে এই ধরনের লোকাল মাছ বিক্রি করেন প্রবীন মাছ বিক্রেতা  তারাপদ।