বুধবারের লক ডাউনে কোন কোন ট্রেন বাতিল জেনে নিন 

দিনের পর দিন করোনা সংক্রমণ বেরেই চলেছে। উদ্বেগজনক পরিস্থিতিতে রাজ্য সরকার সপ্তাহে দুদিন লক ডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। অগাস্ট মাসের প্রথম লক ডাউন আজ বুধবার। সাপ্তাহিক লক ডাউনের দিনে রেল ও বিমান পরিষেবা বন্ধ রাখার জন্য রাজ্যের আর্জিকে মান্যতা দিয়েছে কেন্দ্র। ৫ অগাস্ট রাজ্যের কোনও স্টেশন থেকে কোনও ট্রেন চলবে না। এমনকী রাজ্যের বাইরে থেকেও কোনও ট্রেন ঢুকবে না। 


বাতিল হওয়া ট্রেন গুলি হল- 
  • আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, 
  • হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস 
  • আপ ও ডাউন হাওড়া-বারবিল স্পেশ্যাল 
  • শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশ্যাল 
  • শিয়ালদহ-ভুবনেশ্বর এবং 
  • ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, 
  • হাওড়া-ভুবনেশ্বর স্পেশ্যাল, 
  • যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, 
  • হাওড়া-যশোবন্তপুর স্পেশ্যাল, 
  • শালিমার-পাটনা দুরন্ত স্পেশ্যাল এক্সপ্রেস।


পাশাপাশি, লকডাউনের দিনগুলিতে বিমান পরিষেবাও রাজ্যে বন্ধ থাকবে। ওই দিনগুলোয় রাজ্যের কোনও বিমানবন্দর থেকে উড়বে না কোনও বিমান। বাইরে থেকেও বিমান ঢুকবে না রাজ্যে।