
সুজাতা ঘোষ , বাগডোগরা :
করোনার আবহের মধ্যেই আজ অযোধ্যায় অনুষ্ঠিত হবে রাম মন্দিরের ভূমিপূজন। ভূমি পুজোর এই পবিত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্যান্য বিশেষ অতিথিরা। এই ভূমি পুজোকে কেন্দ্র করে একরকম উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে।
এই ভূমি পুজোর আনন্দ ভাগ করে নিতে ও সাধারণ মানুষের মধ্যে খবরটি পৌঁছে দিতে গতকাল বাগডোগরার বিহার মোড়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যুবক-যুবতীরা বাইক - স্কুটি নিয়ে মিছিল করেন কিন্তু তাদের এই মিছিল আটকে দেয় বাগডোগরার পুলিশ বাহিনী ।
পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা। পুলিশের সাথে বিশ্বহিন্দু পরিষদের কার্যকর্তারা বচসায় জড়িয়ে পড়ে। এরপর বেশ কিছু কার্যকর্তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এদিন শিলিগুড়ি হিলকার্ট রোড বিজেপির পতাকা লাগাতে গিয়ে আটক হয় একাধিক বিজেপি সমর্থক। বিজেপি কর্মীরা শহরের ব্যস্ততম রাস্তায় পতাকা লাগাচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজন কর্মীকে।
ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখায় জেলা বিজেপির কর্মী ও সমর্থকরা। পরিস্থিতি সামলাতে আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊