ফের করোনার জেরে মৃত‍্যুর পরিসংখ‍্যান নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি।

করোনায় মৃত্যুর সংখ্যা, স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী 


দিনের পর দিন বেড়েই চলছে সংক্রমণ বাড়ছে উদ্বেগ। বিগত দিনে একাধিক বার করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিরোধীরা। করোনার মৃত্যুর সঠিক তথ্য জানানো হচ্ছে না বলেই অভিযোগ ছিল। এবার সেই অভিযোগ আরও একবার তুলল কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। 


এদিন তিনি, মৃত্যুর পরিসংখ্যানসহ স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্যকর্মীদের কিট নিয়ে প্রশ্ন তুললেন। তাঁর অভিযোগ, রাজ‍্য সরকার করোনায় মৃত‍্যুর সংখ‍্যা কম করে দেখাচ্ছে। পাশাপাশি, স্বাস্থ‍্য পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়াও, স্বাস্থ‍্যকর্মীদের পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত কিট প্রদান করা হচ্ছে না বলেও অভিযোগ তাঁর। এই অভিযোগ তুলে বাংলার মানুষকে সতর্ক থাকার সজাগ থাকার পরামর্শ দিলেন তিনি। পাশাপাশি, তিনি বাংলার মানুষকে সরকারের কথা বিশ্বাস না করে যাচাই করার পরামর্শ দেন। 


আসুন দেখে নেওয়া যাক কি বলছেন তিনি-

Posted by সংবাদ একলব্য on Monday, 24 August 2020