Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো শনি মহারাজের মন্দিরে The adventurous theft took place at the temple of Shani Maharaj

দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো শনি মহারাজের মন্দিরে।   

জলপাইগুড়ি আদরপারা সংলগ্ন একদল ঘুমটি এলাকায় শনি মন্দিরে টিনের ছাদ ভেঙে দান বাক্স ভেঙে নগদ বেশ কিছু টাকা সহ শনি মন্দিরে মূর্তির গায়ে লাগানো কিছু সোনার গয়না  চুরি হয় বলে জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। আরও পড়ুনঃ  আগামী নভেম্বর ২০২০ পর্যন্ত বিদ্যালয়গুলিতে মিড ডে মিলে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশিকা


 চুরি বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে জানানো হয়েছে। প্রসঙ্গত গত বছর এই ধরনের চুরির চেষ্টা একবার হয়েছিল বলে জানান এলাকাবাসি। 


সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code