Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসহায় মানুষের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি The West Bengal College and University Teachers' Association stood by the helpless people

অসহায় মানুষের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

ক্রমাগত অর্থনৈতিক বিপর্যয়ের রেখাপথ স্পষ্ট হয়ে উঠছে। করোনার সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে আমফান ও বন্যাজনিত দুর্যোগ। সামগ্রিক বে-রোজগারের যুগে প্রান্তিক মানুষ কোনোক্রমে দিন-গুজরান করে চলছিলেন। ভবিষ্যৎ সঞ্চয়ের না ছিল সাধ, না ছিল সাধ্য। 

যৎসামান্য ইতিউতি সঞ্চিত অর্থ দিয়ে লকডাউনের প্রাথমিক কয়েকমাস টেনেটুনে চলার পর বর্তমানে প্রায় নাভিশ্বাস। আরা পারা যাচ্ছে না। তার ওপর প্রাকৃতিক দুর্যোগ। জলপাইগুড়ি জেলার মন্ডলঘাট, নন্দনপুর অঞ্চলের এমনই কিছু পরিবারের সাময়িক পাশে থাকার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 


পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে আজ পঞ্চম দিনের ত্রাণ শিবির অনুষ্ঠিত হল। আজকের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, অধ্যাপক রূপন সরকার, অধ্যাপক তন্ময় হালদার প্রমুখ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code