রাজবংশী মানুষের মধ্যে একতা তৈরিতে শুরু হল হলদিয়া অভিযান
আজ হলুদ গামছা গলায় দিয়ে ফেসবুক প্রোফাইলে সেই ছবি আপডেট করতে দেখা যাচ্ছে অসংখ্য রাজবংশী সম্প্রদায়ের মানুষকেই ।
আবেদক রতন বর্মা জানান - রাজবংশী সমাজের মানুষদের চেতনা বৃদ্ধি এবং ঐক্যবোধের জন্য ফেসবুকে নিজের নিজের profile update করার আবেদন রাখা হয়। বলা হয় যে রাজবংশী সমাজের গামছা হিসেবে গলায় ঝুলিয়ে ছবি উঠে profile pic update করতে হবে। এই আবেদনে সাড়া দিয়ে হাজারে হাজারে মানুষ আজ হলদিয়া গামছা দিয়ে profile pic update করে।"
বিস্তারিত ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊