কারখানার নিরাপত্তারক্ষীর গুলিতে প্রাণ গেল অনুপ্রেবেশকারীর
SER-23, বাঁকুড়া, ৮ আগস্ট:
বাঁকুড়ার শিল্পাঞ্চল তথা বড়জোড়ার ঘুটগড়িয়াতে এক বেসরকারী ইস্পাত কারখানার নিরপত্তারক্ষীর গুলিতে প্রাণ গেল এক অনুপ্রবেশকারী দুষ্কৃতীর ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাত্রে আট থেকে দশজনের একটি দুষ্কৃতীর দল কারখানার যন্ত্রাংশ চুরি করতে আসে ঘুটগড়িয়ার এক্সপেণ্ডাবল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামক একটি ইস্পাত কারখানাতে । ঘটনা বুঝতে পেরে কারখানার নিরপত্তারক্ষীরা ডাকাত দলটিকে বাধা দিতে গেলে, তারা নিরপত্তারক্ষীদের ওপর চড়াও হয় ।
তখন নিজেদের আত্মরক্ষার জন্য এক নিরপত্তারক্ষী দুষ্কৃতীদের ওপর গুলি ছুঁড়লে এক দুষ্কৃতির গায়ে গুলি লাগে , এবং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে ওই দুষ্কৃতী । ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আসে বড়জোড়া থানার পুলিশ এবং মৃতদেহটিকে উদ্ধার করে নিয়েযায় পুলিশ । আজ মৃতদেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সন্মিলনী মেডিক্যাল কলেজ ও হসপিটালে ।
এছাড়াও জানা যায়, মৃত দুষ্কৃতী বড়জোড়া থানার ঘুটগড়িয়ার বাসিন্দা ছিল ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊