শিলিগুড়ি শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ে পালিত হলো ৩১তম প্রতিষ্ঠা দিবস



সুজাতা ঘোষ , বাগডোগরা :

করোনা আবহের মধ্যেই আজ শিলিগুড়ি শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ে পালিত হলো ৩১তম প্রতিষ্ঠা দিবস । জানা গেছে , প্রতিবছর প্রায় ১৫ দিন আগে থেকেই বেশ উৎসবের আমেজ লক্ষ্য করা যায়; প্রশিক্ষণার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের মিলিত প্রচেষ্টায় সেজে ওঠে কলেজ প্রাঙ্গণ । নাচ ,গান , আবৃত্তি ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাঁকজমকভাবে দিনটি পালন করা হয় । কিন্তু এবছরের চিত্র অন্যরকম। কলেজে ছিলনা কোন রকম অনুষ্ঠানের তোড়জোড়, ছিলনা প্রশিক্ষণার্থীরা ; তাই সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রেখে শুধুমাত্র পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠা দিবসের ইতিহাস স্মৃতিচারণের মধ্যে দিয়ে দিনটি পালন করলেন। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় প্রশিক্ষণার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় ভার্চুয়াল অনুষ্ঠানেরও আয়োজন করা হয়

               এদিন শিলিগুড়ি শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিভূতিভূষণ সারেঙ্গী মহাশয় কলেজ প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন এবং অতীতচারণার মধ্য দিয়ে সমাপ্তি ঘটালেন এদিনের অনুষ্ঠান ।






উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ - ড. নীতা মিত্র, ড. ঋতুপর্ণা বসাক (দাশগুপ্ত) ড. নিত্য গোপাল মন্ডল ,ড. রত্না নন্দী, সদর শেখ, কনাদ দত্ত, সৌরভ দাস , শুভাশিস কুন্ডু ও অন্যান্য শিক্ষাকর্মীরা ।