স্বাধীনতা দিবসের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ব্যাপক হারে বিক্রি বেড়েছে ভারতের জাতীয় পতাকার
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ
স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার সমগ্র দেশ জুড়ে বিভিন্ন দোকানে ব্যাপকহারে বিক্রি বেড়েছে ভারতের জাতীয় পতাকার। সারা দেশজুড়ে চলছে করোনা পরিস্থিতি। এবছর সরকারি নির্দেশিকার পর সমগ্র রাজ্য ও দেশজুড়ে জুড়ে আগামীকাল তথা শনিবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হব। এবার স্বাধীনতা দিবস মুখে মাস্ক পরে পালিত হবে। এমনকি রাজ্য ও কেন্দ্রের তরফে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেশ কিছু পরিবর্তন করেছে।
তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানে ভারতের জাতীয় পতাকার বিক্রির ব্যাপকভাবে হার বেড়েছে,যা কিনতে ভিড় জমাচ্ছেন আবালবৃদ্ধবনিতা। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অবদি বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি চলছে বলে জানা গেছে। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে অনেক ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছিল কিন্তু বর্তমানে লকডাউন কিছুটা ফিকে থাকায় ব্যবসা ভালো হচ্ছে তার পাশাপাশি মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ব্যবসা ভালো হওয়ায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন দোকানদারেরা ভারতের জাতীয় পতাকা তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। পাশাপাশি তারা সামাজিক দূরত্ব বজিয়ে রেখে মুখে মাস্ক পড়বার অনুরোধ করছেন সকলকে। তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।
এ বিষয়ে গঙ্গারামপুরের এক ব্যবসায়ী জানান করোনা পরিস্থিতির মধ্যে অবাক হয়ে গেছি স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের জাতীয় পতাকার বিক্রির হার দেখে। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি হচ্ছে সে কারণে আমরা খুব খুশি আমাদের লক্ষীর ভাঁড়ে টান পড়েছিল করোনা পরিস্থিতির জন্য কিন্তু লকডাউন কিছুটা ফিকে থাকায় ভারতের জাতীয় পতাকা বিক্রি করে অনেকেই ফের রোজগার করে বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে জানা গেছে। তবে বলাই বাহুল্য স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে গঙ্গারামপুর শহর জুড়ে স্বাধীনতা দিবস পালন করবার সাজো সাজো রব শুরু হয়েছে,তার পাশাপাশি স্বাধীনতা দিবস পালন করবার উচ্ছ্বাসে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই। রাত পোহালে সমগ্র দেশবাসী সহ গঙ্গারামপুর বাসীরা ভারতের স্বাধীনতা দিবস পালনে মেতে উঠবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊