বিএসএফ জোয়ানের গুলি মৃত এক, এলাকা পরিদর্শনে গেল মন্ত্রী

রবীন্দ্রনাথ বর্মন, কোচবিহার, ১৪ আগস্ট : 

বিএসএফের গুলিতে তুফানগঞ্জের বালাভুত স্থানীয় এক যুবকের মৃত্যুর ঘটনার পর শুক্রবার ওই এলাকায় যান পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল এডভাইজার, ডাইরেকটোরেট অফ সিকিউরিটি রিনা মিত্র, সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,কোচবিহার পুলিশ সুপার সন্তোষ নিমবাল কর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।


এদিন তারা এলাকাবাসীর সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন যখন তখন বিএসএফ গুলি চালিয়ে দেবে এটা মানা যায় না, স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই বিএসএফকে কাজ করতে হবে। 


উল্লেখ্য গত ৯ তারিখ সন্ধ্যায় বিএসএফের গুলিতে শাহিনুল হক নামে স্থানীয় যুবকের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরফলেই এদিন তিনি ওই এলাকা পরিদর্শন করেন বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে।