বৃহৎ সৌর গহ্বর দেখা গেল সূর্যে
![]() |
Solar flares are explosions on the surface of the Sun that release an enormous amount of energy, equivalent to a trillion 'Little Boy' atomic bombs exploding at the same time. Image credit: NASA |
প্রায় 50, 000 হাজার কিমি ব্যাসের সৌর গহ্বর দেখা গেছে সূর্যের ফটো স্পিয়ারে l গত ৭ই অগাস্ট ফ্লোরিডার এক মহাকাশ গবেষকের টেলিস্কোপে ধরা পরে এই দৃশ্য l spaceweather.com এর তথ্য অনুসারে এই গহ্বর আসছে দিনে ক্রমশ বৃদ্ধি পাবে l এর ফলে একটি শক্তিশালী সৌর তরঙ্গ পৃথিবীর দিকে এগিয়ে আসছে l
যার প্রভাব পড়তে চলেছে পৃথিবীর বায়ুমন্ডলের সর্ববহিঃস্থ স্তরের l এই সৌর দাগের জন্য সৌর ঝড় উৎপন্ন হবে, যার থেকে প্রচুর পরিমানে তেজস্ক্রিয় রশ্মি পৃথিবী দিকে ধাবিত হবে l
সৌর গবেষকদল এই দাগের নাম দিয়েছেন AR2770, যার শক্তি কয়েক হাজার লিটিল বয় পরমাণু বোমার থেকেও বেশি l
পৃথিবীর সর্ববহিঃস্থ স্তরে এর প্রভাবে কিছু আয়নিত হতে পারে ধারণা গবেষকদের যার প্রভাব পড়বে পৃথিবীর বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থায় বলে জানিয়েছে space.com এর পক্ষ থেকে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊