শিলিগুড়ি কলেজের ভর্তির মেধা তালিকায় কার্টুন চরিত্র ডোরেমন ও সিনচ্যান

Cartoon characters Doraemon and Sinchan are on the merit list of Siliguri College


তনুময় দেবনাথঃ 

বাদ পড়ল না কার্টুন চরিত্র! বিভিন্ন পর্নস্টার, বলিউড তারকা সানি লিওন, গায়িকা নেহা কক্করের পর এবার জনপ্রিয় কার্টুন চরিত্র। রাজ্যের একের পর এক কলেজে ভর্তির মেধা তালিকায় ঠাঁই পাচ্ছে এই সমস্ত নাম। 


এবার জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন ও সিনচ্যানের নাম মিলল শিলিগুড়ি কলেজের মেধা তালিকায়। শিলিগুড়ি কলেজের এই ঘটনার জেরে ক্ষুব্ধ শিক্ষা মহল। 



যদিও কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, ফাইনাল লিস্টে এই সমস্ত নাম বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে  অভিযোগ জানানো হবে। কি কারনে এই রকম ঘটনা ঘটছে বলতে পারছে না কেউ।