ফের বড়সড় ভাঙ্গন তৃণমূলে, যোগ দিল বিজেপি-তে
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমানে ফের বড়সড় ভাঙ্গন তৃণমূলের।তৃণমূল, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় এক হাজার মানুষ।
করোনা ভাইরাসের মধ্যেও পূর্ব বর্ধমান জেলায় রাজনৈতিক পতাকা বদল অব্যাহত। লকডাউন পরিস্থিতিতে জেলায় রাজনীতিতে চলছে দল বদলের হিড়িক। আজ পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম, রায়না,মেমারি,জামালপুর,শক্তিগর,বোড়শুল,
খন্ডঘোষ এলাকার তৃণমূল ,সিপিআইএম ছেড়ে বিজেপি তে যোগ দিয়েছেন প্রায় এক হাজার কর্মী।
এদিনের বিজেপিতে যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভপতি রাজু ব্যানার্জি,বর্ধমান জেলা সদর পর্যবেক্ষক ডাঃ সাওয়ার থানিয়া, পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী দলের পতাকা তুলে দিলেন তৃণমূল ও সিপিআইএম ছেড়ে আসা কর্মীদের হাতে।
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলাকে নিজেদের দখলে আনতে মরিয়া বিজেপি নেতৃত্ব। করোনা পরিস্থিতিতে দলীয়ভাবে জেলার বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের ত্রাণ পৌঁছানোর পাশাপাশি নিজেদের সংগঠনকে মজবুত করার কাজও শুরু করেছে বিজেপি।
পশ্চিমবঙ্গ সহ নিজের জেলাতে ভোট বাড়াতে প্রস্তুতিও জোরকদমে শুরু করেছে গেরুয়া শিবি। বলা যায়, এই যোগদানের মধ্য দিয়ে দলীয় সংগঠনকে শক্তিশালী করে ভোটের ময়দানে নামার আগাম প্রস্তুতি-ই সেরে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি।
বিজেপিতে যোগদানের পূর্বে দলীয় নেতা কর্মীদের নিয়ে একটি বৈঠক সারেন রাজ্য সহ সভাপতি। এরপর তিনি সাংবাদিক সম্মেলন সারেন রাজু ব্যানার্জি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন প্রধানমন্ত্রীর দেওয়া কৃষকদের টাকা কৃষকদের দেয়নি রাজ্যসরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊