ফের মেয়াদবৃদ্ধি দেশের ৬ করোনা হটস্পট থেকে বিমান অবতরণে ! 

ফের মেয়াদ বৃদ্ধি বিমান অবতরণে। আনলক পর্বে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবায় ছাড় মিললেও কোভিড-১৯ হটস্পট থেকে কলকাতাগামী বিমান অবতরণে নিষেধাজ্ঞা ছিল রাজ্য সরকারের। সেই সময়সীমা আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত বৃদ্ধি পেল। রাজ্যের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, পুণে, চেন্নাই, নাগপুর ও আমদাবাদ থেকে কোনও বিমান কলকাতায় আসবে না।


কলকাতায় করোনাভাইরাসের প্রকোপে রাশ টানতে এই ৬ শহর থেকে কলকাতাগামী বিমান অবতরণে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে জানিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্য। এর আগে এই সময়সীমা ১৫ই অগাস্ট পর্যন্ত থাকলেও এবার তা বৃদ্ধি করে ৩১শে অগাস্ট পর্যন্ত করা হয়েছে। 


পাশাপাশি, সাপ্তাহিক লকডাউনের জন্য আগামী ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ তারিখ কলকাতা বিমানবন্দরের বিমান ওঠা নামার স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।