স্বাধীনতা দিবসে করোনার সংক্রমণ রুখতে মাস্ক স্যানিটাইজার ও দুপুরের খাবার বিতরণ করল লায়ন্স ক্লাব অব মেডিলিংক। 



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান: 

একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে আজ ভারতের স্বাধীনতা ৭৪তম বর্ষ। ভারত স্বাধীনতা ৭৪তম বর্ষে করোনার হাত থেকে জেলাবাসীকে রক্ষা করতে এবং লকডাউন এর মধ্যে অনাহারে দিন কাটানো মানুষদের মুখে অন্ন তুলে দিতে আজ বর্ধমান কার্জন গেটের কাছে স্বাধীনতা দিবস উদযাপন করল লায়ন্স ক্লাব অব মেডিলিংক। 



৭৪তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতির জনক মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মাল্যদান করেন লায়ন্স ক্লাব অব বর্ধমানের সেক্রেটারি সঞ্জয় ঘোষ, লায়ন্স ক্লাব অব মেডিলিংকের সভাপতি শেখ আলাউদ্দিন সহ অন্যান্যরা।


লায়ন্স ক্লাব অব মেডিলিংকের সভাপতি শেখ আলাউদ্দিন বাবু বলেন, এলাকায় এলাকায় ব্লিচিং পাউডার এবং স্যানিটাইজার করা হলেও বর্ধমান কার্জন গেট কোট কম্পাউন্ড এলাকায় তেমন ভাবে ব্লিচিং পাউডার সেনিটাইজেশন করা হয় না। তাই আজ ৭৪তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বর্ধমান লায়ন্স ক্লাব অব মেডিলিংক এর পক্ষ থেকে এই এলাকায় ব্লিচিং পাউডার ও সেনিটিজেশন করা হয় ।এছাড়া পথচলতি সাধারণ মানুষদের মধ্যেও করোনার সংক্রমণ প্রকোপ থেকে বাঁচাতে মাস্ক ও রান্না করা খাবার তুলে দেওয়া হয়।



লায়ন্স ক্লাব অব বর্ধমানের সেক্রেটারি সঞ্জয় ঘোষ বলেন লায়ন্স ক্লাব পৃথিবীর অন্যতম সেরা একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিশ্বের ২০৫ দেশ জুড়ে লায়ন্স ক্লাব কাজ করে চলেছে ।সমাজসেবাই আমাদের মূল লক্ষ্য এবং লায়ন্স ক্লাবের মানচিত্রে নতুন ক্লাব সংযোজিত হয়েছে লায়ন্স ক্লাব মেডিলিংক। মূলত বর্ধমান জেলার বেশকিছু ডাক্তারবাবুদের নিয়ে এ ক্লাবটি হয়েছে। সকলের সেবা করার জন্যই তারা এই ক্লাবের উন্মোচন করেছেন।





Posted by সংবাদ একলব্য on Saturday, 15 August 2020