ভারতে একদিনে করোনায় সংক্রামিত ৫৬ হাজারেরও বেশি, বর্তমান আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁই ছুঁই

ভারতে বুধবার সারাদিনে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৫৬ হাজার ২৮২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৯০৪ জন। এক কথায় প্রায় ভারতের করোনা আক্রান্ত এখন ২০ লাখ ছুঁই ছুঁই। সবমিলিয়ে বৃহস্পতিবার দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ১ জন। এর মধ্যে সংক্রামিত রয়েছেন ৫ লক্ষ ৯৫ হাজার ৭৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩ লক্ষ ২৯ হাজার ২৬ জন। এখনও পর্যন্ত দেশে মারণ রোগের বলি ৪০ হাজার ৭৬১। বৃহস্পতিবার ICMR-এর রিপোর্ট বলছে, সারা দেশে মোট ২ কোটি ২১ লক্ষ ৪৯ হাজার ৩৫১টি নমুনার কোভিড-১৯ টেস্ট হয়েছে।


দৈনিক নতুন করোনা সংক্রমণ, গত তিন দিন ধরেই ৫২ হাজারের গণ্ডিতে সীমাবদ্ধ থাকার পর আজ ফের বাড়ল। যদিও গত দু’দিনের মতো দশ শতাংশের নীচেই রয়েছে সংক্রমণ হার। গত ২৪ ঘণ্টায় দেশে যে সংখ্যক করোনা পরীক্ষা হয়েছে তা এখনও অবধি সর্বোচ্চ। শুধু বুধবারেই হয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার ৯৪৯টি নমুনার করোনা টেস্ট। বিশ্বে করোনা আক্রান্তের মৃত্যুর হারের তুলনায় ভারতের অবস্থান একেবারে শেষে। অর্থাং করোনাকে জয় করে ভারতীয়রা বেশি সুস্থ হয়ে উঠেছেন। এখানে মারণ ভাইরাসে মৃত্যুর হার ২.০৮ শতাংশ। দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৬৭.১৯ শতাংশ।


প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। দিন তিনেক ধরে দেশে দশ শতাংশের নীচেই রয়েছে এই হার। আক্রান্তের সংখ্যা বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক


মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইটালিকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ভারত। যদিও মৃত্যুর হার ওই সব দেশগুলির তুলনায় ভারতে অনেকটাই কম। ভারতে এ পর্যন্ত যত জন কোভিড রোগী মারা গিয়েছেন তার মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। দিল্লিকে পিছনে ফেলে মৃত্যু তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে মোট মৃত ৪ হাজার ৪৬১ জন। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ৪৪ জন। করোনা আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ৬৮ হাজার ২৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩০৯ জন। বুধবার সারাদিনে সেখানে করোনার বলি ৩৩৪ জন।


পশ্চিমবঙ্গেও রোজদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, নতুন করে দু’হাজার ৮১৬ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি রাজ্যে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৮৩ হাজার ৮০০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে সর্বোচ্চ (৬১ জনের)। করোনার কবলে পড়ে রাজ্যে এখনও অবধি প্রাণ হারিয়েছেন এক হাজার ৮৪৬ জন।