নিয়ন্ত্রণরেখায় মহিলা অফিসার মোতায়েন ভারতীয় সেনার! 

নিয়ন্ত্রণরেখায় মহিলা অফিসার মোতায়েন করল ভারতীয় সেনা যা এই প্রথমবার। এতদিন পদাতিক বাহিনী, যুদ্ধ ক্ষেত্র, সাঁজোয়া বাহিনী, যন্ত্রনির্ভর বাহিনীতে মহিলাদের স্থান ছিল না। কিন্তু ২০১৯ থেকে প্রথম সামরিক বাহিনীতে মহিলা নিয়োগে সম্মতি জানায় ভারতীয় সেনা। এই প্রথম দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় মহিলাদের নিয়োগ করল ভারতীয় সেনা। ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত করার ক্ষেত্রে ও প্রয়োজনে যুদ্ধ ক্ষেত্রেও লড়াই করবেন তাঁরা।


জানা গেছে, অসম রাইফেলসের আধাসামরিক বাহিনীর প্ল্যাটুন থেকে মহিলা সেনানীদের নিয়োগ করা হয়েছে। উত্তর কাশ্মীরের তাংধার সেক্টরে ৩০ জনের মহিলা দলের প্রতিনিধিত্ব করবেন ক্যাপ্টেন গুরসিমরন কউর। 


এক মহিলা সেনা অফিসারের কথায়, ‘‘সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচার হয়। চলে নারী পাচারও। এই পাচার ঠেকাতে ও ভিড় হঠাতে কাজ করবেন মহিলা সেনা অফিসাররা।’’ 


ভারতীয় সেনায় মহিলাদের অন্তর্ভুক্তি দেরিতে হলেও, সবার প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছিল ত্রিপুরা সরকার। তাদের আধাসামরিক বাহিনীতে স্থান পেয়েছিলেন মহিলারা।

রূপান্তরিতদের আগেই বাহিনীতে জায়গা দিয়েছিল সেনা।