আগস্ট মাসের শেষ লকডাউনে জনশূন্যতা ও লকডাউন সফল করতে তৎপর প্রশাসন

শচীন পাল,ঝাড়গ্রাম:-করোনা ভাইরাসের সংক্রমণের কারণে রাজ্যে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন সফল করতে প্রশাসন কড়া ভূমিকা গ্রহণ করেছে। সোমবার আগস্ট মাসের শেষ লকডাউন যার জেরে ব্যস্ততম গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে লকডাউন কড়া পুলিশি নজরদারি। আর তার জেরে গোপীবল্লভপুরের ব্যস্ততম এলাকাশুনশান, দোকানপাট সব বন্ধ, রাস্তায় মানুষজন নেই বললেই চলে। সকাল থেকেই ঠিক এমনই চিত্র দেখা গেল গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে।

গোপীবল্লভপুর চেকপোষ্টে সকাল থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে নাকা চেকিং শুরু হয়েছে। যারা রাস্তায় বেরিয়েছেন কি কারনে বেরিয়েছেন তাদের জিজ্ঞেস করা হচ্ছে। সঠিক কারন দিতে না পারলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সকাল থেকে ঠিক এমনই চিত্র দেখা গেল গোপীবল্লভপুর চেকপোস্ট চত্বরে।