Gajendra Singh Shekhawat announces he is COVID19 positive
করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত
ওয়েবডেস্কঃ
করোনার দাপট চলছে সাড়া বিশ্ব জুড়ে। কেন্দ্রীয় মন্ত্রী সভার একাধিক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পর জানা যায়, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরিও করোনায় আক্রান্ত। করোনা আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এবার, করোনা আক্রান্তের কথা নিজেই জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী শ্রীপদ নায়েকও।
এদিন টুইট করে নিজের করোনা আক্রান্তের কথা ঘোষণা করেন মন্ত্রী। পাশাপাশি, জানান তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
Jal Shakti Minister Gajendra Singh Shekhawat announces he is #COVID19 positive, to be admitted to hospital. pic.twitter.com/xhS7KcS4qC
— ANI (@ANI) August 20, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊