গঠিত হল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নতুন সংগঠন “কর্ম সন্ধানী শ্রমিক ইউনিয়ন”



অতিমারী করনারে জেরে চলছে লকডাউন,  ভিন রাজ্য থেকে ফিরে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের নিয়ে সংগঠন তৈরি করল ফরওয়ার্ড ব্লক। আজ দিনহাটা ২ নং ব্লকের বড়শাকদল বাজার এলাকায় কনভেনশন করে ওই সংগঠন তৈরি করা হয়। 


শ্রমিকদের সরকারী প্রকল্পে কাজের দাবী সহ আগামী ১বৎসর নিত্য সামগ্রী সহ রেশন ,,মাসে ১০হাজার টাকা ভাতার দাবিতে সংগঠনের নাম দেওয়া হয় “কর্ম সন্ধানী শ্রমিক ইউনিয়ন”। সেখানে ২১ জনের কমিটি গড়ে আইয়ুব আলীকে সভাপতি ও কার্ত্তিক বর্মণকে সম্পাদক করা হয়েছে। কাজের দাবীকে সামনে রেখে আগামী দিন গুলোতে ব্লক থেকে জেলাস্তর পর্যন্ত প্রশাসনের বিভিন্ন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এদিন ওই কনভেনশনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, পূর্ব লোকাল সম্পাদক বিকাশ মন্ডল, সভাপতি মনীন্দ্রনাথ বর্মন, অজয় রায়, মোক্তেদার রহমান ও রৌশন হাবিব সহ বেশ কয়েকজন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।