নিয়ন্ত্রনহীন ট্রাকের ধাক্কায় ভেঙে গেল রবীন্দ্র প্রতিমূর্তি


সুস্মিতা ঘোষ , বাগডোগরা :


গতকাল রাতে খড়িবাড়ি কদমতলা মোড়ে একটি পাটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রবীন্দ্রনাথের প্রতিমূর্তিতে আঘাত করে। রবীন্দ্র প্রতিমূর্তিতে আঘাতের জেরে ভেঙ্গে যায় প্রতিমূর্তিটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। 



জানা গেছে, আজ দুপুর দু'টায় খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী হিমাদ্রি সিনহা মহাশয়ের উদ্যোগে আবার পুনরায় মূর্তি স্থাপনের কাজ শুরু হয়।