বিজিটিএ র অফিসিয়াল ওয়েবসাইট এর উদ্বোধন
রজত বরন পতিঃ
একদিকে যখন স্বাধীনতা দিবসের দিনই শিক্ষক সংগঠন বিজিটিএ র অফিসিয়াল ওয়েবসাইট এর উদ্বোধন হলো(www.rbgta.org),অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর কৃষ্ণনগর অনাথ আশ্রমে সংগঠন এর সদস্যরা নিজেরাই রান্না করে খাওয়ালেন আশ্রমের প্রায় ৫০ জন শিশুকে।
ভাত,ডাল,আলু ভাজা,শাক,মাংস, চাঠনি,দই ও মিষ্টির আয়োজন ছিলো।সংগঠনের জেলা কমিটির সদস্য রত্নদ্বীপ সামন্ত বলেন,"একদিন এদের খাওয়ালেই যে এদের সব চাহিদা পূরণ হয়ে যাবেনা, তা আমরা জানি। তাই এই বাচ্চাদের প্রায় এক মাসের নানা খাদ্য সামগ্রী যেমন মুড়ি, ছোলা, চানাচুর, ডাল, সোয়াবিন, আলু ইত্যাদিও আমরা দিয়েছি।"
আশ্রমের কর্নধার ভক্তি মাইতি বলেন,"বিজিটিএ শিক্ষক সংগঠনের সদস্যদের এই অভিনবত্বে আশ্রমের সকলেই ভীষণই আপ্লুত ও অভিভূত।"সদস্য রজত বরন পতি,তরুনাভ দাস,তন্ময় আচার্য,সুকুমার দাস,পার্থ সারথী মাইতিরা বলেন," আমরা আগামী দিনেও সংগঠনের পক্ষ থেকে এই সংস্থার পাশে থাকার চেষ্টা করবো।"এছাড়াও আজ খেজুরীর বিদ্যাপীঠ এ ও বাঁশগোড়া বাজারে দুস্থ বাচ্চাদের হাতে শিখন সামগ্রী ও প্রচুর খাদ্য সামগ্রী সংগঠন এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊