তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হলো কান্দী রাজ কলেজ প্রাঙ্গণে

রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হলো মুর্শিদাবাদের কান্দী রাজ কলেজ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন কান্দী ব্লক সভাপতি ও টাউন সভাপতি দেবল দাস, তৃণমূল ছাত্র পরিষদের মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা সোম্য গৌস্বামী ও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ।


তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন উপস্থিত নেতৃত্বরা। প্রতিষ্ঠাদিবস নিয়ে কিছু মূল্যবান বক্তব্য দেন ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী।