সবুজায়নের লক্ষ‍্যে নতুন গাছ তৈরিতে জোর পরিবেশ কর্মীদের


শচীন পাল, সংবাদ একলব্যঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান এর প্রভাবে হলদিয়া শহর জুড়ে হারিয়ে যাওয়া সবুজ ফেরাতে নতুন করে চারাগাছ তৈরি করছে হলদিয়া এস সি, এস টি ও ওবিসি সমাজ কল‍্যাণ সমিতি। ওই সংগঠনের পক্ষ থেকে গন্ধরাজ লেবু, কামরাঙ্গা, লিচু, পেয়ারা, আম, জবা, টগর সহ প্রভৃতি গাছে কলম তৈরি করা হচ্ছে।

হলদিয়ার বিভিন্ন জায়গায় ১২-১৫ জনের একটি টিম করে নিয়মিত ভাবে কোনো না কোনো জায়গায় বিভিন্ন ফুল ও ফলের গাছের কলম বেঁধে নতুন চারাগাছ তৈরির কাজ চলছে। ওই সংগঠনের সভাপতি পেশায় স্কুল শিক্ষক ও পরিবেশ কর্মী রামপ্রসাদ দাস ছাড়াও তাপস জানা, সুব্রত প্রধান, রাজু মিদ্যা, সুমন আঢ্য প্রখুখরা এই কাজে সহযোগিতা করছেন।

সভাপতি রামপ্রসাদ দাস বলেন আমাদের লক্ষ্য - 'নতুন করে চারা তৈরি করা। সাধারন মানুষকে চারাগাছ লাগানোয় উৎসাহ দান এবং শিল্প শহরে দূষণ প্রতিরোধে সহায়তা করা।'