স্পোর্টসম্যান রিক্রিয়েশান ক্লাবের ৭৫ তম প্রতিষ্ঠা দিবসে মাস্ক বিতরণ
শচীন পাল: মহামারীর আবহে অনাড়ম্বর ভাবে সূচনা হলো প্লাটিনাম জুবিলী উৎসবের। মেদিনীপুর শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাব ৭৫ তম বর্ষে পদার্পণ করলো শুক্রবার। করোনা আবহের মাঝে শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্লাবের পতাকা উত্তোলন, প্রভাতফেরি এবং প্রভাতফেরী চলাকালীন পথচলতি মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। পাশাপাশি মাইক প্রচারের মাধ্যমে স্বাস্থ্য বিধি সম্পর্কিত বার্তা দেওয়া হয়। ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের সহ সভাপতি অজয় মিত্র।
এদিন ক্লাব প্রাঙ্গণ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়ে স্টেডিয়াম রোড-গান্ধী মুর্তি-বিদ্যসাগর মূর্তি-গোলোকপতি ভবনের রাস্তা হয়ে পুনরায় ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের ৭৫ তম বর্ষ উদযাপন জাঁকজমকপূর্ণ ভাব হওয়ার কথা থাকলেও করোনার কারণে আপাতত সব স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নানা ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজসেবা মূলক কর্মসূচির মধ্য দিয়ে ৭৫তম বর্ষ উদযাপন হবে। এদিনের কর্মসূচিতে অশোক ঘোষ, অঞ্জন রায়,সুধাময় সরকার,গৌতম দেব, পরমেশ্বর বেরা, মৃণাল দত্ত, শান্তি মুখার্জি,শক্তি প্রসাদ মিত্র, সঞ্জিত তোরই,প্রকাশ সরকার,সুব্রত পান, প্রসূন সরকারসহ অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊