ময়নাগুড়ি বিডিও অফিসে ডেপুটেশন ABVP-র
নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি, ১৪ আগস্ট :
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নগর শাখার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ১৪ আগস্ট শুক্রবার রাজ্যের নারী সুরক্ষা বিষয়ে ময়নাগুড়ি বিডিও অফিসে বিডিও সাহেবের হাতে ডেপুটেশন প্রদান করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য অমিত বসাক মহাশয়, ময়নাগুড়ি নগর সম্পাদক নিত্যানন্দ রায়, নগর সহ-সম্পাদক অলক রায়, ABVP-র কলেজ সভাপতি বিভূতি বর্মন সহ অন্যান্যরা।
গত কয়েক বৎসর ধরে দিনের পর দিন বেড়েই চলেছে নারী নির্যাতনের সংখ্যা । নারী নির্যাতন রুখতে বিভিন্ন রকম আন্দোলন করতে দেখা গিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। তবুও কি বন্ধ হয়েছে নারী নির্যাতন? কতটা সুরক্ষিত আমাদের মা বোনেরা? এবিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য অমিত বসাক মহাশয় বলেন, নারী সুরক্ষা বিষয়ে যে আন্দোলন চলছে তার পরিপ্রেক্ষিতে আজ ময়নাগুড়ি বিডিও অফিসের বিডিও সাহেবের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। সকল নাগরিকের উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রয়োজন শান্তির ।
আর এই শান্তির পরিবেশ বজায় রাখতে প্রয়োজন সমস্ত অপরাধমূলক ঘটনা বিশেষ করে নারী নির্যাতন ঘটনাকে প্রতিরোধ করা। সামাজিক অস্থিরতা ও বিচারহীনতার সংস্কৃতি ছাড়াও কিছু দুর্বৃত্ত রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় এ ধরনের অপরাধ করছে৷ সমাজ ও রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ সঙ্গে মূল্যবোধের চরম অবক্ষয় যুক্ত হয়েছে৷ বারংবার হওয়া নারী শোষণ ,নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠতে হবে সকলকেই । আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে ,তাদের শক্তি হয়ে উঠি আমরা। চলুন এমন ঝড় তুলি, সে ঝরে ধ্বংস হয়ে যাক এই দুশ্চরিত্রদের দুর্গ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊