কাদো খেলায় মেতে উঠেছে শিশুরা 


নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি, ১২ আগস্ট : 

শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে কাদা খেলা বা কাদো খেলায় মেতে উঠেছে শিশুরা। এমনি ছবি দেখতে পাওয়া গেল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের কাশীরডাঙ্গা গ্রামে। জন্মাষ্ঠমী মানেই তাদের কাছে আনন্দের। 'কাদা খেলা' রাজবংশী সমাজের 'কাদো খেলা' নামে পরিচিত। আর এই কাদার মধ্যে বা কর্দমাক্ত পিচ্ছিল ভূমিতে খেলা হয় বলেই নাম কাদো খেলা। অঞ্চল বিশেষে এই খেলাকে অনেকেই নারকেল খেলা বা নারিকেল খেলাও বলে থাকে। কারণ এই খেলায় নারকেল অন‍্যতম উপকরণের মধ্যে একটি। সাধারণত : শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমীতে কোনো মন্দির চাতালে বা কোন গৃহস্থ বাড়ির উঠোনে,বা কোনো মুক্তাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়। 


আজ ২৭শে শ্রাবণ কৃষ্ণ অষ্টমী উপলক্ষে কাদো খেলায় মেতে উঠেছে ৩ থেকে ১০ বৎসরের শিশুরা। এবিষয়ে কাশীরডাঙ্গা হরিমন্দির কমিটির কমিটির হিসাব রক্ষক মাননীয় শ্রী অমুল‍্য শর্মা বলেন, 'প্রতিবছরের মতো এবছরও দধি-কাদো খেলা সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে পেরে আমরা খুবই আনন্দিত'।