রাজ্যে চালু করা হল 'কর্ম সাথী' নামে নতুন প্রকল্প, টুইটে জানালেন মমতা

সংবাদ একলব্যঃ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে "কর্ম সাথী" প্রকল্প চালু করল রাজ্য। আজ বুধবার কয়েক ধাপে টুইটের মাধ্যমে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আজ আন্তর্জাতিক যুব দিবস'।পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণে অঙ্গীকারবদ্ধ।


 'কর্ম সাথী' নামে এক নয়া প্রকল্প চালু করা হচ্ছে। বেকার যুবকরা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য সহজ শর্তে ঋণ এবং ভর্তুকি দেওয়া হবে। ভারতে বেকারের শতাংশ ২৪ শতাংশ- সর্বকালীন বেশি। পশ্চিমবঙ্গে সেখানে এই হার ৪০ শতাংশ কমে গিয়েছে।



বাংলার যুব সমাজ অতীতে ভারতকে নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। আমরা আমাদের যুব সম্প্রদায়ের জন্য গর্বিত, তারাই আগামীর ভবিষ্যৎ। নতুন প্রজন্ম জাতিকে এগিয়ে নিয়ে যাবে তারাই। যুবকরা মেধাবী, দক্ষ ও পরিশ্রমী। তাদের বর্তমানের স্বপ্ন ভবিষ্যতে বাস্তবায়ীত হবে।