অজ্ঞান না করেই ব্রেনে অস্ত্রোপ্রচারে সুস্থ রোগী

অজ্ঞান না করেই ব্রেনে অস্ত্রোপ্রচারে সুস্থ রোগী



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

রোগীকে অজ্ঞান না করে রীতিমত ব্রেনের জটিল রোগের অস্ত্রোপচার করে সাড়া ফেললো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিং হোম।আর এই ব্রেন সার্জারি কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলা বা দক্ষিণবঙ্গেই না গোটা দেশেও সাড়া ফেলেছে ডা. ও পি গর্গ। পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার মনোহর সুজাপুর এলাকার বাসিন্দা ফজলে হক,পেশায় ছুতোর মিস্ত্রি। দিন কয়েক আগে দুপুরে নিজের বাড়ির খেতে বসে আচমকা পড়ে যায়। আঘাত লাগে মাথায়। মাথায় গুরুতর আঘাত অবস্থা নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসালয়ে। চিকিৎসায় ভালো সারা না পেয়ে বিভিন্ন হাসপাতাল নার্সিংহোম ঘুরে গত ২৪ শে জুলাই মাথা ব্যাথা নিয়ে ভর্তি হয় বর্ধমান শহর সংলগ্ন এই বেসরকারী হাসপাতালে।তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেয় চিকিৎসকেরা। 


ডা.ও পি গর্গ জানিয়েছেন এরপরই নিউরো স্পাইন কনসালট্যান্ট ডা.নভনীত কুমারকে নিয়ে দ্রুত রোগীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। রোগীকে কোনরকম অজ্ঞান না করেই ব্রেনের বিশেষ কিছু স্নায়ু অবশ করেই, রোগীকে সম্পূর্ণ সজ্ঞানে রোগীর মাথার ডানদিকে অস্ত্রোপচার করে বেরকরা হয় জমাট বাঁধা রক্তের অংশ। ডা. গর্গ জানিয়েছেন প্রায় এক ঘন্টার অস্ত্রোপচার করার সময় রোগী সম্পূর্ণ সচেতন ছিলেন। বলছিলেন কথাও।এমনকি প্রতি মূহুর্তে হাত পা নেড়ে তাঁর সুস্থতার কথা জানাচ্ছিলেন রোগী। 

ডা.গর্গ বলেন বর্ধমানে এই ধরনের অপারেশন কখনো হয়েছে কিনা তার জানা নেই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ