হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন
করোনায় আক্রান্ত হয়ে ১১ই জুলাই নানাবতী হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। এরপর একে একে অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসে। সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা।
এবার, নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর অভিষেক বচ্চন টুইটারে জানিয়ে লিখেছেন, ‘আমার বাবার সাম্প্রতিকতম করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আপাতত বাড়িতেই বিশ্রাম করবেন। প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিষেক বচ্চনের অবস্থা স্থিতিশীল।
🙏🏽 my father, thankfully, has tested negative on his latest Covid-19 test and has been discharged from the hospital. He will now be at home and rest. Thank you all for all your prayers and wishes for him. 🙏🏽
— Abhishek Bachchan (@juniorbachchan) August 2, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊