পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় নজরদারি ও নাকা চেকিং
সুজাতা ঘোষ ,বাগডোগরা :
আগামীকাল স্বাধীনতা দিবস । প্রতি বছরের ন্যায় এ বছরও স্বাধীনতা দিবসের দিন কোনোরকম নাশকতামূলক ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় নজরদারি ও নাকা চেকিং শুরু হয়েছে ; পাশাপাশি গোপন সূত্রে খোঁজখবরও চলছে । যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে তৎপর গাজোল থানার পুলিশ প্রশাসন।
গাজোল থানার পক্ষ থেকে আজ সকাল ৬'টা থেকে গাজোল কোতুয়াবাড়ি মোড় , ময়না স্ট্যান্ড ও বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং । এছাড়াও সীমান্তবর্তী এলাকা গুলোতেও চলছে নজরদারি । পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊