Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিমান দুর্ঘটনায় জীবন ফিরে পেল কোন্নগরের অভীক

Mrityunjoy Biswas, Citizen Reporter, Sangbad Ekalavya: 

বিমান দুর্ঘটনায় জীবন ফিরে পেল কোন্নগরের অভীক বিশ্বাস,এমন কি উদ্ধার করলেন বেশ কয়েকজন যাত্রী কে। কেরলে বিমান দুর্ঘটনায আহত অভীক বিশ্বাস ।

একটি বেসরকারি সংস্থায় যোগ দেন কেবিন ক্রু হিসেবে । শুক্র বার বিকালে দুবাই থেকে যাবার পথে কোজিকরে দুর্ঘটনা ঘটলে বেশ কিছু সময় পর তার মায়ের সাথে কথা হয় ।

মা ভারতী দেবী জানান টিভিতে খবর দেখে ফোন করেন ছেলেকে,কিন্তু ফোন সুইচ অফ থাকায অতঙ্কিত হয়ে পরেন । ছেলেকে ফোনে না পেয়ে বন্ধুদের ফোন করে সব জেনে স্বস্তি পান,অভীক এর বাবা ছেলের সাথে কথা জানান অভীক এখন ভালো আছে আর কয়েকদিন পর সুস্থ হয়ে বারি ফিরবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code