মাছ ধরতে গিয়ে জলের তলায় তলিয়ে মৃত এক যুবক


রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ: গঙ্গায় মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলো এক যুবক নাম শম্ভু হালদার বয়স ৩০। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার বেনিয়াগ্রাম অন্তর্গত রঘুনাথপুর এলাকায়। সূত্রের খবর আজকে ভোর ৩টার  সময় ৪জন মিলে গঙ্গায় মাছ ধরতে যাই সেই সময় গঙ্গার জলে জাল ফেলতে গিয়ে জলের তলায় জাল আটকিয়ে যাওয়াই জাল টানার সময় গঙ্গার জলে পড়ে যাই শম্ভু হালদার।

তার পর ৪ ঘন্টার পর দেহ উদ্ধার করে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে আশা হয়। ফরাক্কা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার পরেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।