ভারতীয় বিমান বাহিনী ‘মাই আইএএফ’ মোবাইল অ্যাপ্লিকেশনের সূচনা করেছে



Launch of IAF Mobile Application ‘MY IAF’

করোনা মহামারীকালে ডিজিটাল জীবনের প্রতি ঝোঁক বেড়েছে সবক্ষেত্রেই, এবার বাদ রইলো না ভারতীয় বিমান বাহিনীও। ভারতীয় বিমান বাহিনীতে কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী বিস্তারিতভাবে পাওয়ার সুবিধা দিতে তৈরি হলও বিমান বাহিনীর নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন MY AIF.


ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় বিমান বাহিনীর সদর দপ্তর বায়ু ভবনে ২৪শে আগস্ট বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া  মোবাইল অ্যাপ্লিকেশন- ‘মাই আইএএফ’[MY IAF]-এর সূচনা করেছেন। 

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং, বিমান বাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে। ইউজার ফ্রেন্ডলি এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ভারতীয় বিমান বাহিনীতে অফিসার এবং এয়ার ম্যান হিসেবে যোগদানের পদ্ধতি, প্রশিক্ষণের পাঠক্রম, বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। 

অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে-তে এই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে। ভারতীয় বিমান বাহিনীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে এটি যুক্ত রয়েছে। বিমান বাহিনীর ইতিহাস এবং শৌর্যের কাহিনী সম্পর্কে তথ্যও এই অ্যাপ থেকে পাওয়া যাবে।