Latest News

6/recent/ticker-posts

Ad Code

কন্যাশ্রী দিবসের সপ্তমবর্ষপূর্তি উৎসব পালন শিলিগুড়িতে

কন্যাশ্রী দিবসের সপ্তমবর্ষপূর্তি উৎসব পালন শিলিগুড়িতে 

সুজাতা ঘোষ ,বাগডোগরা :

নারী শিক্ষা ও মেয়েদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি যুগান্তকারী প্রকল্প 'কন্যাশ্রী' । 


গতকাল কন্যাশ্রী দিবসের সপ্তমবর্ষপূর্তি উৎসব পালিত হয় শিলিগুড়ির এস.ডি.ও অফিসে। করোনার আবহে প্রতি বছরের মতো এবছর সাড়ম্বরে পালিত না হলেও ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। 


এই সমাজকল্যাণমূলক প্রকল্পটির যে সুফল রয়েছে তা শিলিগুড়ির অধীনস্ত যেসব স্কুল , কলেজ ,এবং ব্লক নিজেদের প্রতিষ্ঠানে ভালোমতো রূপায়ন করেছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের কৃতিত্বের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এদিন শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়। 


উক্ত প্রকল্পের পারদর্শিতার মাপকাঠি অনুযায়ী প্রথম স্থানে রয়েছে নকশালবাড়ি ব্লক। স্কুলগুলোর ক্ষেত্রে প্রথম স্থান পেয়েছে শিলিগুড়ি গার্লস হাই স্কুল , দ্বিতীয় স্থান পেয়েছে আঠারোখাই বালিকা বিদ্যালয়, তৃতীয় স্থান পেয়েছে মাটিগাড়া বালিকা বিদ্যালয় এবং কলেজের ক্ষেত্রে প্রথম স্থান পেয়েছে শিলিগুড়ি কলেজ , দ্বিতীয় স্থান পেয়েছে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় এবং তৃতীয় স্থান পেয়েছে সূর্যসেন মহাবিদ্যালয়।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও সুমন্ত সাহায়, নকশালবাড়ির ভিডিও বাপি ধর ও শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ ড. সুজিত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code