দিনহাটা চৌপথীতে ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন SFI ও DYFI -এর

SER -21ঃ  

ভারতের ছাত্র ফেডারেশন(SFI) ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন(DYFI) দিনহাটা আঞ্চলিক/লোকাল কমিটির উদ্যোগে দিনহাটা চৌপথীতে ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস। এছাড়াও DYFI এর পতাকা উত্তোলন করেন অভিক সরকার ও SFI এর পতাকা উত্তোলন করেন অংশুমালী রায়। উপস্থিত ছিলেন অভিনব রায়,উজ্জ্বল গুহ, টুটুল সরকার প্রমুখ। 



এর পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা দেশাত্মবোধক গান ও শহীদ স্মরণে বিভিন্ন গান উপস্থাপন করেন। ছাত্র-যুবদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। 


ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস বলেন " প্রতি বছরই আমার SFI ও DYFI এর পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন করি। এ বছরও করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রেখে জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।"