ভারতের ইতিহাসের ঐতিহাসিক সিদ্ধান্তের একবছর পূর্ণ হতে চললো ৫ অগাস্ট
সুরশ্রী রায় চৌধুরী ঃ
গত বছরের ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে মোদি সরকার। পাশাপাশি রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করা হয়। সেই সময় অশান্তি এড়াতে উপত্যকার কয়েকশো রাজনৈতিক নেতাকে আটক অথবা গ্রেফতার করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ অনেক নেতা এখনও গৃহবন্দি হয়ে রয়েছেন। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আট মাস আটক ছিল গত ১১ মার্চ তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
ঐতিহাসিক সিদ্ধান্তের একবছর পূর্ণ হতে চললো। এই সময় জম্মু ও কাশ্মীরে যাতে অশান্তি না হয় তাই আগামিকাল অর্থাৎ ৫ অগাস্ট কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শ্রীনগরের জেলা শাসক জানিয়েছেন, তাঁদের কাছে এই খবর এসেছে যে কাশ্মীরে কিছু "বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের মদতপুষ্ট কিছু গোষ্ঠী ৫ অগাস্ট দিনটিকে কালা দিবস হিসাবে পালন করার পরিকল্পনা করেছে"। "এই পরিস্থিতিতে এলাকায় বিক্ষোভ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে জানিয়েছেন, "২০১৯ এ শ্রীনগরের পরিস্থিতির তুলনায় এবার আরও ২৪ ঘণ্টা আগেই সব প্রস্তুতি সারা হয়েছে এবং আমার ধারণা, উপত্যকা জুড়ে সব জায়গাতেই একই কাজ করা হচ্ছে, সব জায়গাতেই কঠোর কারফিউতে জারি করা হয়েছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊