সংবাদ একলব্যের উদ্যোগে একলব্য প্রকাশনীর সহযোগিতায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধক সঙ্গীত, দেশাত্মবোধক নৃত্য এবং স্বাধীনতা বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। গতকাল তার ফলাফল ঘোষিত হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের নামের একটি তালিকা প্রকাশিত হয়। তালিকাটি প্রস্তুত করতে মূলত একদিকে লাইক-কমেন্ট-শেয়ার যেমন যেমন দেখা হয়েছে তেমনি প্রতিটি বিভাগের ক্ষেত্রে বিচারকের রায়কেও যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কিছু নাম অনিচ্ছাকৃত ভাবে বাদ চলে যায়। যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। বর্তমান যে তালিকা প্রকাশ করা হচ্ছে সেটি সম্পূর্ণভাবে চূড়ান্ত। 


তালিকায় নাম থাকা প্রত্যেক প্রতিযোগীর কাছে অনুরোধ আমাদের অফিসিয়াল WHATSAPP নাম্বারে 7602721810- তালিকা প্রকাশের সাত দিনের মধ্যে নিজেদের যে কোন একটি পরিচয় পত্রের ছবি পাঠাতে হবে। আমাদের প্রকাশনীর পক্ষথেকে প্রত্যেক সফল প্রার্থীকে ডাকযোগে উপহার এবং শংসাপত্র পাঠানো হবে। আর যারা এই তালিকায় নেই তাদের জন্য  ডিজিটাল শংসাপত্র দেওয়া হবে। ডিজিটাল শংসাপত্র পাওয়ার জন্য উপরের WHATSAPP নাম্বারে DIGITAL CERTIFICATE- NAME লিখে পাঠিয়ে দিন। 

সঙ্গীত প্রতিযোগিতাঃ 

সংবাদ একলব্যের উদ্যোগে যে দেশাত্মবোধক সঙ্গীতের প্রতিযোগিতার  আয়োজন করা হয়েছিল, তাতে সর্বমোট ২৮ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। প্রত্যেকেই এতো ভালো পারফরম্যান্স করেছে যে প্রথম তিনজন কে নির্বাচন করা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।  একদিকে পারফরম্যান্স অন্যদিকে দর্শকের মতামত- সব দিক বিচার করে প্রথম স্থানে রয়েছে দুইজন প্রতিযোগী- প্রীতম মাজি, প্রশান্ত রুইদাস, দ্বিতীয় স্থানে রয়েছে দিয়া সিংহ, অনুষ্কা দত্ত,অঙ্কিতা সেন, এবং ঋতজা দে বর্মণ  আর তৃতীয় স্থানে রয়েছে-  অদিতি ভট্টাচার্য, স্বর্ণাভ সেন এবং সুবর্ণা দে মজুমদার ।

নৃত্য প্রতিযোগিতাঃ 

একদিকে পারফরম্যান্স অন্যদিকে দর্শকের মতামত- সব দিক বিচার করে প্রথম স্থানে রয়েছে দুইজন প্রতিযোগী- অদিতি দেব এবং পায়েল সরকার (002), দ্বিতীয় স্থানে রয়েছে সপ্তপর্ণা চক্রবর্তী, বিদুষী বন্ধ্যোপাধ্যায়, নন্দিতা মুখার্জি, অনুরিমা সোম আর তৃতীয় স্থানে রয়েছে- দেবাদৃতা সেনগুপ্ত, মৃত্তিকা বাছার, দেবাস্মিতা বিশ্বাস।

প্রবন্ধ প্রতিযোগিতাঃ 

প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- আশিস চক্রবর্তী, দ্বিতীয় রাহুল ভট্টাচার্য, যুগ্ম তৃতীয় লিপিকা নস্কর এবং নন্দিতা অধিকারী ।