চলে গেলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার চেতন চৌহান। গত মাসেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপরেই শুরু হয় কিডনির সমস্যা। গত ১২ই অগাস্ট আবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। রবিবার সকাল থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিতসকরা জানিয়েছিলেন, তাঁর মাল্টি অরগ্যান ফেলিওর হয়েছিল।
১৯৬৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ভারতীয় দলের জার্সি গায়ে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন। ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সুনীল গাওয়াস্কারের সঙ্গে জুটিতে ১০ বার একশোরও বেশি রানের পার্টনারশিপ গড়েছেন তিনি।টেস্টে তাঁর রান ২,০৮৪ এবং একদিনের আন্তর্জাতিকে মোট রান ১৫৩। টেস্টে শতরান না করা সত্ত্বেও ২,০০০ রান করা প্রথম ব্যাটসম্যান ছিলেন তিনিই। টেস্টে তাঁর দু’টি উইকেটও ছিল। রঞ্জি ট্রফিতে দিল্লি ও মহারাষ্ট্রের হয়ে খেলেন তিনি। খেলা ছাড়ার পর ১৩ বছর ডিডিসিএ-র বিভিন্ন পদে ছিলেন তিনি।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনৈতিক জগতে আসেন তিনি। উত্তরপ্রদেশের মন্ত্রী। ৭২ বছর বয়সে করোনা যুদ্ধে হেরে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হল তাঁকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊