প্রধানমন্ত্রীর লেহ-লাদাখ সফরের দিনেই সমালোচনায় সরব রাহুল গান্ধি। 

গত ১৫ জুন রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষে এক কর্নেল-সহ শহিদ হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান।লাদাখ সংঘর্ষের বিষয়ে খুব স্পষ্ট গলায় প্রধানমন্ত্রী মোদি বলেন, "যারা লাদাখে ভারতীয় ভূখণ্ডের দিকে তাকানোর সাহস দেখিয়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। কী ভাবে বন্ধুত্ব রাখতে হয়, সেটা যেমন ভারত জানে, তেমনই কী ভাবে কারও সঙ্গে যুঝতে হয় এবং জবাব দিতে হয়, সেটাও দেশের জানা রয়েছে। কারওকে ভারত মাতার সম্মান খর্ব করার অনুমতি যে দেওয়া হবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আমাদের সাহসী জওয়ানরা।"

শুক্রবার তিনি চিনা অনুপ্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতির প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধি। একটা ভিডিও এদিন টুইট করেন কংগ্রেস সাংসদ। সেই ভিডিওতে দেখা গিয়েছে, লাদাখের এক স্থানীয় অভিযোগ করছেন, "চিন তাঁদের জমি কেড়ে নিয়েছে।" এই প্রসঙ্গ টেনে রাহুলের কটাক্ষ, "লাদাখবাসী বলছেন চিন আমাদের ভূখণ্ড কেড়েছে। প্রধানমন্ত্রী বলছেন কেউ আমাদের জমি কাড়েনি। তাহলে কেউ তো একজন মিথ্যা বলছে!"