জেলা প্রশাসনের পঞ্চম দিনের লক ডাউনেও কঠোর পূর্ব বর্ধমান জেলা পুলিশ

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ 

আজ রবিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের লক ডাউনের পঞ্চম দিনেও কঠোর পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলায় করোনা বৃদ্ধির রাশ টানতে গত ২২শে জুলাই থেকে শহরের ৩৫টি ওয়ার্ডে পুরো লক ডাউনের সিদ্ধান্ত নেয় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।চলবে ২৮শে জুলাই পর্যন্ত।

জেলা প্রশাসনের ডাকা লক ডাউনকে মান্যতা দিয়ে অত্যাবশ্যকীয় পন্য ছাড়া বন্ধ রাখা হয় সমস্ত দোকান পাট।বন্ধ আছে বর্ধমানের ডাক্তার পাড়া খোসবাগনও। অকারণে বাইরে বেরোনো ব্যক্তি দের করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।সঠিক কারন না বর্তাতে পারলে বাড়ি ফিরেয়ে দেওয়া হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের।নিয়মভঙ্গের বিক্ষিপ্ত ঘটনা অবশ্যই ছিল। অন্যদিকে পুলিশের শাস্তির মুখেও পরতে দেখা গেছে অনেককেই।


বাজার-দোকান বন্ধ। সকাল থেকে রাস্তায় প্রায় লোকের দেখাই নেই।নাকা তল্লাশি চলছে কার্জন গেট, গোলাপ বাগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার। প্রতিটি গাড়ি-বাইককে আটকানো হচ্ছে। জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত একমাত্র ছার পাচ্ছেন তারাই।

নিয়মভঙ্গের বিক্ষিপ্ত ঘটনা অবশ্যই ছিল। তবে পুলিশের সক্রিয়তায় শেষ পর্যন্ত সফল লকডাউন।

দেখুন ভিডিও-