হঠাৎ দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়া মেধাবী ছাত্রের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিল তৃণমূল ছাত্র পরিষদ
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ
হঠাৎ দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়া মেধাবী ছাত্রের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিল তৃণমূল ছাত্র পরিষদ(TMCP)। আজ তার বাড়িতে গিয়ে তাকে উপহার ও পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবার কথা বলে আসলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। নিজের আত্মবলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র শুভজিৎ দে।
সে এবার কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষা দিয়েছে। তার মোট নম্বর 457, বাংলায় 92,ইংরেজিতে 84, ইকোনমিকসে 94,ভূগোলে 94,ফিলোজাফিতে 94।
2017 সনে ভাইরাসঘটিত ব্রেন ম্যানেনজাইটিস রোগে আক্রান্ত হয়েছিল শুভজিৎ। এরপর বিভিন্ন জায়গায় পরিবারের তরফে শুভজিৎ এর চিকিৎসা করানো হয়েছিল। পরিবারের সদস্যরা ছাড়াও পাড়ার লোকেরাও বিশেষ করে শুভজিৎ এর বন্ধুরা বিশেষ ভাবে পড়াশোনা থেকে আর্থিক সব দিক থেকে সাহায্য করেছিল। কিছুটা সুস্থ করে আনা হলেও তার দুচোখ একেবারেই অন্ধত্ব নেমে আসে। শুভজিৎ এখন 90 শতাংশই দু-চোখে দেখে না।
বন্ধুদের সাহায্য ও কানে হেড ফোন নিয়ে সে রেকর্ডিং করে পড়াশোনা করে এই সাফল্য লাভ করেছে।পড়াশোনা অনেকটাই কষ্টের মধ্যে তাকে করতে হয় বলেও সে বলে। কারণ পড়ার বই সে চোখে না দেখার জন্য পড়তে কিংবা লিখতে পারেনা। সেক্ষেত্রে কানে শুনেই তাকে পড়াশোনা চালিয়ে যেতে হয়।
চলাফেরা থেকে অন্যান্য কাজ তাকে অনেকটাই কষ্ট করে করতে হয়। এবছর সে কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষা দিয়ে এই সাফল্য আনে। নিজে লেখতে না পাবার জন্য রাইটার নিয়ে দিয়েছে পরীক্ষা। তবুও পড়াশোনার থেকে হার মানেনি শুভজিৎ। পান্ডা পাড়া কলোনীতে একটি বাড়িতে ভাড়া থাকে শুভজিৎ ও তার পরিবার।
আজ তৃণমূল ছাত্রপরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ফোনে শুভজিৎ এর সাথে কথা বলেন। শুভজিৎ এর সমস্ত দায়িত্ব গ্রহনের আশ্বাস দেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊