করোনা আবহে স্কুল-কলেজ বন্ধ হয়ে আছে গত মার্চ মাস থেকে। এমতাবস্থায় বোর্ডের কিছু পরীক্ষা বাতিল করেই ফলাফল প্রকাশ করেছে বিভিন্ন রাজ্য বোর্ড, ICSE, CBSE এর মতো বোর্ড। চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাদে অন্যান্য সমস্ত বছর / সেমিস্টারের পরীক্ষাও বাতিল করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) জানিয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে সমস্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে। আর কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিমকোর্টে গেলো পড়ুয়ারা।


৩১ জন পড়ুয়ার একটি দল UGC এর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে একটি মামলা দায়ের করে। আগামী ২৭ জুলাই এই মামলার শুনানি হবে। কর্ণাটক, আসাম, উত্তর প্রদেশ, বিহার, মেঘালয় এবং আরও অনেক রাজ্যের শিক্ষার্থীরা গত ৬ জুলাই প্রকাশিত ইউজিসির নোটিশ বাতিল করতে চেয়েছিল, যাতে কমিশন বিশ্ববিদ্যালয়গুলিকে বাধ্যতামূলকভাবে ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত করতে বলেছে। পরীক্ষা নেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে UGC শেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ৬০৩ টি বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত বর্ষের পরীক্ষা  প্রক্রিয়া শেষ করবে।

প্রসঙ্গত, এর আগে শিবসেনার যুব শাখার যুব সেনাও কোভিড -১৯ সংকটকে সামনে রেখে রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়গুলির চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল।