সাপ্তাহিক লকডাউনকে কার্যকর করতে রাস্তায় নামল প্রশাসন


SER-23, বাঁকুড়া, ২৩জুলাই:
দিন যত যাচ্ছে করোনা দানবের থাবায় আক্রান্তের সংখ্যাটাও তত বেড়েই চলেছে ।থাবার বিস্তার ঘটছে এবার গোষ্ঠীতেও । আর এইগোষ্ঠী সংক্রমণ ঠেকাতে এবার সরকারের নয়া পদক্ষেপ । 

এবার থেকে আর মাসে নয়, প্রতি সপ্তাহে দুই দিন করে রাজ্য জুড়ে থাকছে লকডাউন। সেই মতো আজ ছিল সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন । আর এই প্রথম দিনের লকডাউনকে কার্যকর করতে তৎপর বাঁকুড়া জেলা প্রশাসন। 

আজ বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে চলছে পুলিশি টহলদারি এবং পুলিশী তরফে করোনা সচেতনতার প্রচার। সীল করে দেওয়া হয়েছে বাঁকুড়ার সঙ্গে রানীগঞ্জ এর সংযোগকারী সেতু মেজিয়া সেতু । করোনা সচেতনতায় সচেতনত হয়েই হোক বা প্রশাসনের সহযোগী হয়ে , গঙ্গাজলঘাঁটি, দুর্লভপুর ,মেজিয়াসহ একাধিক জায়গায় রাস্তায় বেরোনো মানুষের সংখ্যা ছিল হাতে গোনা ,অত্যাবশকীয় পণ্যের দোকান ছাড়া, বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট, যানবাহন। 

সরকারের এই সাপ্তাহিক লকডাউনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাঁকুড়ার অধিকাংশ মানুষ ।