সপ্তাহে ২ দিন করে সম্পূর্ণ লকডাউন রাজ্যে
সুরশ্রী রায় চৌধুরী, কলকাতা ঃ
করোনায় জেরবার দেশ। দীর্ঘ সময়ের লক ডাউন থেকে বেড়িয়ে আনলকে হেঁটেছে কেন্দ্র। কিন্তু দিনের পর দিন নতুন রেকর্ড গড়ে এগিয়েই চলছে সংক্রমণের হার। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্যের কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে আজ সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচীব আলাপন বন্দোপাধ্যায় l
এই উদ্বেগজনক পরিস্থিতির জেরে পশ্চিমবঙ্গে এখন থেকে সপ্তাহে ২ দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে ঘোষণা করলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন। পরের সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন।’
স্বরাষ্ট্রসচিব আরও জানিয়েছেন, আগামী সপ্তাহে ফের পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, তিনি বলেন, ‘কোভিড হাসপাতাল ও সেফ হোমের সংখ্যা বেড়েছে। উপসর্গহীন হলে হোম আইসোলেশন ও সেফ হোমে রাখা হবে।’
স্বাস্থ্যভবনে ৬০টি ইন্টিগ্রেটেড হেল্পলাইন চালু হচ্ছে। ফোনে কথা বলতে পারবেন সাধারণ মানুষ।
১৮০০৩১৩৪৪৪২২২ এবং ০৩৩-২৩৪১২৬০০।
টেলিমেডিসিনের হেল্পলাইন ০৩৩-২৩৫৭৬০০১।
কলকাতায় অ্যাম্বুল্যান্স পরিষেবা ০৩৩-৪০৯০২৯২৯।
এ দিকে রাজ্যে ফের করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু হয়েছে।চিকিৎসক বর্তমানে কলকাতা মেডিক্যালের রেডিওথেরাপিল প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রায় ২ সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু হয়েছে তাঁর।
তিনি প্রথম সারির ক্যানসার চিকিৎসক। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন এই চিকিৎসক। আর জি করে রেডিওথেরাপি বিভাগের অধ্যাপনাও করেছেন তিনি। চিকিৎসার পাশাপাশি নাটক, অভিনয়েও অগাধ জ্ঞান ছিল তাঁর। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ভেন্টিলেশন সাপোর্ট, আধুনিক ওষুধ ব্যবহার করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে।
ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ চিকিৎসকমহল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিভিন্ন মহল। এই নিয়ে পরপর বেশ কয়েকজন চিকিৎসকের মৃত্যু হয়েছে রাজ্যে। উল্লেখ্য, রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে করোনা। রাজ্যে একদিনে রাজ্যে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২,২৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২, ৪৭৮।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊