সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে অঙ্কিতা লোখান্ডে ফের খবরের শিরোনামে। ৬ বছর প্রেম করেছিলেন তাঁরা, বিয়েও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু শেষমেশ সার্থক হয়নি তাঁদের প্রেম। তাঁদের নানা অদেখা ভিডিও, ছবি প্রকাশ্যে আসছে, জানা যাচ্ছে নানা অজানা খুঁটিনাটি।



জনপ্রিয় টিভি সিরিয়াল পবিত্র রিস্তার হাত ধরে সুশান্ত- অঙ্কিতা জুটি মন কেড়েছে দর্শকদের। সেই সময় থেকেি তাঁদের প্রেম বলেই জানা যাচ্ছে। তাঁরা লিভ ইনও ছিলেন। কিন্তু ২০১৬ সালে ছাড়াছাড়ি হয়ে যায়।


অনেকেই জানেন না, অঙ্কিতার আসল নাম তনুজা। অঙ্কিতা সম্ভবত তাঁর ডাক নাম, টেলিভিশনে প্রথমবার সুযোগ পেলে তিনি ডাকনামটিই রাখার সিদ্ধান্ত নেন। সুপারহিট পবিত্র রিস্তা সিরিয়ালে প্রথমবার দেখা হয় সুশান্ত-অঙ্কিতার, তাঁরাই নায়কনায়িকা ছিলেন। সিরিয়ালের সেট থেকে তাঁদের প্রেম। তাঁরা লিভ ইনও করতেন, ২০১৬ সালে ছাড়াছাড়ি হয়ে যায়।


সুশান্তের মৃত্যুর পর মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি গিয়েছিলেন অঙ্কিতা। সঙ্গে ছিলেন তাঁর মা ও সুশান্ত-অঙ্কিতার বন্ধু প্রযোজক সন্দীপ সিংহ। দৃশ্যতই তাঁকে বিধ্বস্ত দেখাচ্ছিল। পটনায় গিয়ে সুশান্তের বাবার সঙ্গেও দেখা করেন তিনি।