Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ থেকে শুরু হলো মাধ্যমিকের মার্কশিট-সার্টিফিকেট প্রদান



অরিন্দম বন্দ্যোপাধ্যায়, হাওড়া:

আজ হাওড়া জেলার শ্যামপুর উত্তর চক্রের বিভিন্ন বিদ্যালয়ে সদ্য মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের অভিভাবক, অভিভাবিকাদের হাতে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ও সমস্ত স্বাস্থ্য বিধি মেনে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হলো।

আজ যে সমস্ত বিদ্যালয়ের তরফ থেকে এই কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হলো তাদের মধ্যে উল্লেখযোগ্য বিদ্যালয় গুলি হলো শশাটী নহলা অবিনাশ উচ্চ স্কুল, নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ, খাজরী ত্রিপুরাপুর উচ্চ বিদ্যালয়, নাকোল উচ্চ বিদ্যালয়, শশাটী নহলা কাঁঠালদহ অবিনাশ উচ্চ বিদ্যালয়, রাজীবপুর অগ্রণী পাঠভবন প্রভৃতি। সমস্ত বিদ্যালয়ের তরফ থেকে একদশ শ্রেণীতে ভর্তি হবার প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code