প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষি তাদের রাঞ্চি ফার্মহাউসে 04 জুলাই (শনিবার) দশম বিবাহ বার্ষিকী পালন করলেন।

2007 সালে সাক্ষী কলকাতার তাজ হোটেলে  দু'জন একে অপরের সাথে দেখা করেছিলেন যেখানে ভারতীয় দল আন্তর্জাতিক সিরিজের জন্য ছিলো। সেখান থেকেই প্রথম পরিচয়-তারপর পরিণয়। দেখতে দেখতে চলে গেছে ১০ টা বছর। 

আজ  এই মধুর দিনটিকে স্মরণ করতে সাক্ষি লিখলেন কবিতা। কবিতার মধ্য দিয়ে ১০ বছর একসাথে একটা টিমের মতো একে অপরের সহযোগিতায় কাটিয়ে দিলো তা উঠে এসেছে । উঠে এসেছে -
"একে অপরের প্রতি পাগল হওয়া, মাঝে মাঝে আমাদের আরও কাছে এনে দেয়।
জীবনের বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে আমাদের সেগুলির গুরুত্ব উপলব্ধি করিয়েছে!"

তবে এবারই যে প্রথম কবিতা লেখা তা নয়,  সাক্ষি এর আগেই অনেক কবিতাই লিখেছে। গতমাসে লকডাউনের মাঝেই "Sunrise to Sunset" নামে একটি কবিতা লেখে। গর্ভবতী হাতি মৃত্যু নিয়েও নিজের যন্ত্রণাকে কবিতায় তুলে ধরেছিলো সাক্ষি। সাক্ষি যে নিয়মিত কবিতা চর্চা করে তা বিবাহবার্ষিকীতে আবারও সামনে এলো।